নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষদের নামে কিছু লোক বাংলাদেশে চাঁদা তুলছে। এমন অভিযোগ পৌঁছেছে ঢাকায় দেশটির দূতাবাসে।
এমন কথা বলে কেউ চাঁদা চাইলে না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।
তিনি জানান, কোনো সংগঠনকে গাজা ও পশ্চিম তীরের মানুষদের জন্য তহবিল সংগ্রহের জন্য দায়িত্ব দেওয়া হয়নি।
রাষ্ট্রদূত এ ধরনের তহবিল সংগ্রহের উদ্যোগ সম্পর্কে সতর্ক থাকার জন্য বাংলাদেশের মানুষদের অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর শনিবার গাজার সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক হামলায় ইসরাইলের ৯০০–এর বেশি মানুষ নিহত হয়েছেন। জিম্মি রয়েছে আরও অনেকে। এর জবাবে গাজায় ব্যাপক বোমা হামলা শুরু করেছে ইসরাইল। এতে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২৩ লাখ অধিবাসীর ভূখণ্ড গাজায় খাদ্য, পানীয় পানি ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। সেখানে ভয়াবহ মানবিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available