• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধ্যনগরে অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

১১ অক্টোবর ২০২৩ দুপুর ০১:০৯:৪৩

মধ্যনগরে অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। ১০ অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় মো. শাহিন মিয়া (৩৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার শাহীন মিয়া উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউপির বীরসিংহপাড়া গ্রামের মো. ওহেদ আলীর ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের ১৭ বছরের এক কিশোরী তার মামার বাড়ি একই ইউনিয়নের পাতকুড়া গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিশোরীর বাবা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে মেয়ের কোন সন্ধান পায়নি। ঘটনার তিন দিন পর নিরুপায় হয়ে মেয়ের বাবা মধ্যনগর থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে কিশোরীর বাবা জানতে পারে বীরসিংহপাড়া গ্রামের শাহিন ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের সহযোগিতায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা ব্রিজের উপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃত কিশোরীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বাদীর দেয়া তথ্যমতে এসআই রফিজুল সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও মামলার প্রধান আসামি শাহিনকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, গ্রেফতার শাহীনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫