• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ৬১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

১১ অক্টোবর ২০২৩ রাত ০৮:৩৩:৫৯

সিলেটে ৬১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

সিলেট প্রতিনিধি: সিলেট জেলার ৬১৭টি মণ্ডপে এবার দুর্গাপূজার প্রস্তুতি চলছে। সনাতন ধর্মাবলম্বীরা জানান, পুজোর যাবতীয় উপকরণ, পুজো, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, ভজন কীর্তন, আলোকসজ্জা ও ডেকোরেশনসহ নানান প্রস্তুতি চলছে।

শারদ উৎসব উপলক্ষে সিলেট মহানগরের বিপণিবিতানগুলোতে সকাল থেকে মার্কেট ও শপিং মল বন্ধ হওয়ার আগ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। সনাতন ধর্মের লোকজন নতুন পোশাক ক্রয় করতে এ মার্কেট ও মার্কেট ঘুরে বেড়াচ্ছেন।

এবার সিলেট মহানগর ও জেলায় ৬১৭টি মণ্ডপে সর্বজনীন ৫৬৯টি, পারিবারিক ৪৮টি পুজোর আয়োজন হবে। মহানগরীতে ১৫১টি পূজার মধ্যে সর্বজনীন ১৩৪টি ও পারিবারিক ১৭টি। জেলায় ৪৬৬টি পূজার মধ্যে সর্বজনীন ৪৩৫টি ও পারিবারিক ৩১টি। নগরীর ৬টি থানা এলাকায় এবার মোট ১৫১টি পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। কোতোয়ালি থানা এলাকায় ৩৯টি, জালালাবাদ থানা এলাকায় ১৮টি, এয়ারপোর্ট থানা এলাকায় ৩৮টি, শাহপরান থানা এলাকায় ২৩টি, দক্ষিণ সুরমা থানা এলাকায় ১৫টি ও মোগলাবাজার থানা এলাকায় ১৮টি।

জেলায় মোট ৪৬৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সর্বজনীন ৪৩৫টি ও পারিবারিক ৩১টি। জেলার গোলাপগঞ্জ উপজেলায় ৬৬টি, বালাগঞ্জে ৩২টি, কানাইঘাটে ৩১টি, জৈন্তাপুরে ২৩টি, বিশ্বনাথে ২৫টি, গোয়াইনঘাটে ৩৯টি, জকিগঞ্জে ৯৮টি, বিয়ানীবাজারে ৫০টি, কোম্পানীগঞ্জে ২৮টি, ফেঞ্চুগঞ্জে ৪০টি এবং ওসমানীনগর উপজেলায় ৩৪টি পূজা অনুষ্ঠিত হবে।  

শারদীয় উৎসবে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছে সিলেট জেলা ও মহানগর পুলিশ।

পূজোর প্রস্তুতি প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, সিলেট বিভাগে শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এবার পুজোয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, জেনারেটর রাখা ও পরিদর্শন বই রাখার জন্য সকলকে অনুরোধ করেছি।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এজন্য সকলে মিলে এ শারদীয় উৎসব সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০