মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যানসার, কিডনি সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ৩৪ জনকে এককালিন সরকারি অনুদানের ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন।
গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল প্রমুখ।
একই দিনে সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যাণ তহবিল ও সমাজসেবা অধিদপ্তরের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে চেক বিতরণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
সকাল ১০টায় সংসদ সদস্যের গাংনীস্থ নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে এই টেকসই মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় মেহেরপুরের গাংনী উপজেলায় দুঃস্থ ও অসহায় ৩৩টি পরিবারের মাঝে ১৪ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, এমপির সহকারী মুক্তারুল ইসলাম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available