• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাইড্রোলিক হর্ণ জব্দ

১২ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৪২:৫০

নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে হাইড্রোলিক হর্ণ জব্দ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে শব্দদূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জব্দ করা হয় বেশ কিছু গাড়ির হাইড্রোলিক হর্ণ। ১১ অক্টোবর বুধবার এ অভিযান পরিচালনা করে নীলফামারী পরিবেশ অধিদপ্তর।

নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলার কালিতলা নামক স্থানে চালানো হয় এ অভিযান।

এ সময় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার। প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ১টি যানবাহনের বিরুদ্ধে ১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ২টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫