চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশী পিস্তলহস ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১১ অক্টোবর বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগান থেকে তাকে আটক করা হয়। আটকের নাম মো. রুহুল আমিন (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আজমতপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচার করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে আজমতপুর বিওপির সীমান্ত পিলারের কাছে (১৮১/১০-এস) আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে বাংলাদেশ ভূখণ্ডে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে অভিযান চালায় বিজিবি।
এ সময় ৪-৫ জন চোরাকারবারী শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এসময় দৌড়ে ৪ জন রাতের অন্ধকারে আমবাগানের ভেতর দিয়ে পালিয়ে গেলেও অস্ত্রসহ রুহুল আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ১ টি কাচি (হাসুয়া) উদ্ধার করে বিজিবি। আটক রুহুল আমিন শিবগঞ্জের বাগিচাপাড়ার মো. আনারুলের ছেলে।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অভিযান বৃদ্ধি করা হয়েছে। আমরা নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করছি। এ ঘটনায় আটক রুহুল আমিন ও পালিয়ে যাওয়া তার সেহযোগীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available