• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৯:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৯:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় প্রবাসীর ঘরে ডাকাতি

১৩ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৫৬:২৭

রাঙ্গুনিয়ায় প্রবাসীর ঘরে ডাকাতি

রাঙ্গুনিয়া (চটগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহস্থদের হাত-পা বেঁধে প্রবাসীর ঘর পাঁচ ভরি স্বর্ণ এবং অর্ধ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা। এসময় আইয়ুব আলী (৬৫) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করেছে ডাকাতদল। ১১ অক্টোবর বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ফুলবাগিচা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, রাত আড়াইটার দিকে ছাদের সিঁড়িঘর দিয়ে সদ্য বিদেশ ফেরত শিহাবের বসতঘরে সংঘবদ্ধ ডাকাতদল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে ঘরের বাসিন্দাদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। এ সময় শিহাব আশেপাশের মানুষদের ফোন করায় স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী শিহাব উদ্দিন বলেন, রাত আড়াইটার দিকে ছাদের সিঁড়িঘর দিয়ে মুখোশ পরিহিত ৮-৯ জন ডাকাত ঘরে প্রবেশ করে। তারা প্রথমে আমার বোনের হাত-পা বেঁধে ফেলে এবং বোনের ৭ বছর বয়সী মেয়ে এবং কোলের শিশুর গলায় ছুরি ধরে জিম্মি করে। পরে তার বাবা মুহাম্মদ আইয়ুব আলীর রুমে প্রবেশ করে তাকেও হাত-পা বেঁধে ফেলে এবং আলমারির চাবি নিয়ে নেয়। তখন তার বাবা চিৎকার চেচামেচি করলে তাকে মারধর করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

শিহাব আরও বলেন, আমার রুমের দরজা বন্ধ থাকায় তারা অনেক চেষ্টা চালিয়েও রুমে ঢুকতে পারেনি। তবে অন্যান্য রুমের বিভিন্ন আলমারি থেকে প্রায় পাঁচ ভরি  স্বর্ণ এবং পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। এদিকে তারা যখন আমার দরজা ভাঙতে চেষ্টা চালাচ্ছিল তখন আমি আমার স্ত্রীর ভাইকে ফোন দিই। আমার শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় তারা ফোন পেয়ে আমাদের বাড়ির দিকে আসার সময় ডাকাত ডাকাত চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ এসে তদন্ত করে গেছে। আমারা এই ব্যাপারে থানায় যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া রাঙ্গুনিয়া থানার এসআই আবু সাঈদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ভোর ৪টার দিকে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে আবারও আমরা পৃথক তদন্ত করেছি। ভুক্তভোগীদের লিখিত এজাহারের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫