মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মানবিক কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
১২ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলীয়া বাজারে ৫০০ জন জেলেকে ২৫ কেজি করে চাউল প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান, মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকার নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ মো. সোবহান, চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাড়ীর পুলিশ পরিদর্শক হাসনাত জামান, আধারা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, পৌর কাউন্সিলর মো. মকবুল হোসেন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. জাহিদ হাসান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available