খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে খানসামা থানা পুলিশের আয়োজনে থানা চত্তরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লা আল মাসুম। সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান কুমার দাস ও সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র নাথ রায় ও সদস্য সচিব বিভূতী ভূষণ সাহা শিবু। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন সুমন বলেন, এবার খানসামা উপজেলায় ১৩৬টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে। এসব পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবীরাও নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available