রাঙামাটি প্রতিনিধি: গাজায় ফিলিস্তিনি জনগণের উপর নৃশংস ইসরায়েলি আক্রমণ, বর্বোরচিত হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধের দাবিতে রাঙামাটি শহরের একাধিক স্থানে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের জনসাধারণ। ১২ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়ি ও দোয়েল চত্বরে পৃথক এ মানববন্ধন কর্মসূচীতে সর্বস্থরের মানুশ অংশগ্রহণ করে। কর্মসূচি থেকে ফিলিস্তিনের হামাস বাহিনী ও নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
রাঙামাটি শহরের দোয়েল চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলছে, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। আমরা জাতিগতভাবে পৃথিবীর নিপীড়িত মজলুম মানুষের পক্ষে। কোনো দখলদার হানাদার বাহিনীকে আমরা সমর্থন করি না। ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নিয়ে দখলদার ইসরায়েলিদের আগ্রাসন কখনোই মেনে নেয়ার মতো নয়।
গত ৭০ বছর ধরে দখলদার বাহিনী ফিলিস্তিনীদের ঘর-বাড়ি, নারী ও শিশুদের ওপর আক্রমণ চালিয়েছে। চলমান সংঘর্ষে আমরা সাধারণ রাঙামাটিবাসী ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি।
বক্তারা বলেন, ফিলিস্তিনের প্রতিটি প্রাণ আমাদের ভাই, প্রতিটি নারী আমাদের মা, প্রতিটি বোন আমাদের বোন। আল আকসার পবিত্র ভুমি আমাদের কাছে মাতৃভূমিতুল্য। আমরা ফিলিস্তিনের জন্য ছিলাম, আছি, ইনশাআল্লাহ আমৃত্যু থাকবো।
পরে মানববন্ধন শেষে ফিলিস্তিনের মুক্তিকামী জনগণ ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতির জন্য দোয়া করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available