মানিকগঞ্জ প্রতিনিধি: সরকার নির্ধারিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে মানিকগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ১৩ অক্টোবর শুক্রবার সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন, মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে ৫ ব্যাবসায়ীকে নিত্যপন্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় ৫ ব্যাবসায়ীকে জরিমানা করা হয়।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে পরিচালিত অভিযানে ক্রয় রশিদ সংরক্ষণ না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরও জানান জনস্বার্থে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available