রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও রাজস্থলী দূর্যোগ ব্যবস্থাপনা দফতরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
‘অসমতার বিরুদ্ধে লড়াই করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’- এ প্রতিপাদ্যেকে সামনে রেখে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি মো. আজগর আলী খান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী থানা সেকেন্ট অফিসার রানা বড়ুয়া, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ৩ নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা এবং রাজস্থলী ফায়ার সার্ভিসের লিডার মো.কামাল হোসেন। এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বলেন- দূর্যোগ এবং বিপদ এলে মনবল শক্ত রাখতে হবে। সকলে সচেতন হলে আমরা দূর্যোগ থেকে সহজেই রক্ষা পেতে পারি। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available