মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএপি ক্ষমতায় যেতে ইউরোপের ধরনা ধরছে। তারা ক্ষমতায় থাকাকালে মানুষের মৌলিক চাহিদা পূরনে ব্যর্থ হয়েছিল। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
১৩ অক্টোবর শুক্রবার সন্ধায় মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার গিরিশ ইনস্টিটিউশন মাঠে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন সংসদ নির্বাচন কেন্দ্র কমিটির সভায় এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির কোন নেতা নেই। নেতৃত্বহীন দল। তাঁদের নেতা লন্ডনে বসে থাকেন। সামনের নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। ভুল করলেই দেশে গণতন্ত্র থাকবে না, একবার ভুল করেছিলেন, কমিউনিটি হাসপাতাল বন্ধ করে দিয়েছিল।
তিনি বলেন, তারা ক্ষমতায় আসলে আবার বিদ্যুতের লুটপাট হবে। আমাদের ছেলে-মেয়েরা বোমা হামলায় পড়বে। সকল উন্নয়ন বন্ধ করে দিবে।
জাহিদ মালেক বলেন, আসন্ন নির্বচন উপলক্ষে যে কমিটি করা হয়েছে, তারা এখন থেকে একযোগে কাজ শুরু করেন। আমরা বিগত বছরে যে উন্নয়ন করেছি, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠন একযোগে কাজ করলে, আগামী নির্বাচনে আমাদের কেউ হারাতে পারবে না।
ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়চরম্যান মো. আব্দুর রউফসহ আরও অনেকেই।
সভায় নির্বাচন কেন্দ্র কমিটির নেতাকর্মী ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available