আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে আখাউড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকালে আখাউড়া ওলামায়ে কেরাম, ইমাম পরিষদসহ উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জামিয়া দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আসয়াদ আল হাবিব এ কর্মসূচিতে নেতৃত্ব দেন। প্রতিবাদ সমাবেশের পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। পৌর মুক্ত মঞ্চের সামনে শুরু হওয়া মিছিলটি আখাউড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সরকারের কাছে দাবি জানান বাংলাদেশ থেকে যারা স্বেচ্ছায় ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে চায় তাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয়া হোক। সংসদে নিন্দা প্রস্তাব এনে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়, ইসরাইলের সমস্ত পণ্য বয়কট করার অনুরোধ করা হয়, সাংবাদিকদের মাধ্যমে মুসলিম বিশ্ব নেতাদের কাছে দাবী জানানো হয় তারা যেনো ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলাকারী ইসরাইল কে ধ্বংস করে দেয়। বিশেষ করে সৌদি আরব, ইরান, তুরস্কসহ বিশ্বের মুসলিম দেশগুলো এক হয়ে ইসরাইলের বিপক্ষে অবস্থান নিলে ইসরাইল টিকে থাকতে পারবে না বলেও দাবি জানান তারা।
হাফেজ মাওলানা আসয়াদ আল হাবিবের সভাপতিত্বে এবং হাজ্বী বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া মাজহারুল হক ইসলামিয়া মাদ্রাসা দেবগ্রামের প্রিন্সিপাল মুফতি আসাদুজ্জামান, আনন্দপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল্লাহ, আখাউড়া ইমাম পরিষদের সভাপতি কাজী মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, তারাগন পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব আবু আব্দুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি ইব্রাহিম, হাফেজ রাসেল মোল্লা, জামাল প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available