বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাৎসবে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৭৬টি মন্ডবে পুজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসময় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ টাকা অর্থ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা।
বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ থানার তদন্ত গোলাম মোস্তফা, হিন্দু বৌদ্ধ খৃস্টান পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস ঝন্টু, সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস সিবু, পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর চন্দ্র শীল, কৃষ্ণকাঠি প্রফুল্ল বিদ্যাপিটের প্রতিষ্ঠাতা ও দেবালয় পূজা কমিটির সভাপতি পংকজ কুমার দাস, নিয়ামতী ইউনিয়নের পূজা কমিটির সভাপতি বিমল চন্দ্র সাহা, জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাড. বশির আহম্মেদ সবুজ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র, অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা যুব সংহতির সভাপতি অ্যাড. এইচ এম মজিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান কাবেল।
এসময় বাকেরগঞ্জের বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available