সিলেট প্রতিনিধি: বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি। ১৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখা আয়োজিত সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ইমরান আহমদ বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ আপ্ত বাক্যে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব।
তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের।
মন্ত্রী আশা করেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সক্ষম হবেন।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক অনুপ কান্তিদে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান,গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা তাঁতীলীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, গণেশ, যুব ঐক্য পরিষদের সভাপতি সুলাল কান্তিদে ও গোয়াইনঘাট যুব পরিষদের সাধারণ সম্পাদক বিধু চন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available