• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেন্দুয়ায় ৫১ মন্ডপে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা

১৬ অক্টোবর ২০২৩ সকাল ০৮:১৯:৩৪

কেন্দুয়ায় ৫১ মন্ডপে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: আগামী ২০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।  ইতোমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরূপে ফুটে ওঠছে দৃষ্টি নন্দন অধিকাংশ প্রতিমা।

সারা দেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়াতেও চলছে ৫১ পূজা মন্ডপে প্রতিমা গড়ার কাজ। এ কাজে এখন শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

মৃৎশিল্পীরা জানান, দেবী দুর্গা আসছেন অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শংখ আর উলুধ্বনী দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।  

অবিভক্ত ভারতের  অর্থমন্ত্রী প্রয়াত নলীনি রঞ্জন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উপজেলার সাজিউড়া দেব মন্দিরে কর্মরত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধামিহা গ্রাম থেকে আসা মৃৎশিল্পী টুটন আচার্য্য জানান, আমি দীর্ঘ ২০ বছর যাবত প্রতিমা তৈরির কাজ করে আসছি। আমার বাপ, দাদারাও এ কাজে নিয়োজিত ছিলেন। প্রতি মন্ডপের প্রতিমা তৈরি বাবদ ২০ থেকে ৩০ হাজার টাকা পারিশ্রমিক গ্রহণ করে থাকি।

উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল সরকার  বলেন, সরকারি নির্দেশনা মেনে কেন্দুয়া উপজেলায় এবার ৫১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি মহোদয়ের দিক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে শহরে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে সকল মন্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছি। দুই এক দিনের মধ্যেই ৫১টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো হবে। আশা করছি, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে পারবো।

উপজেলা নির্বাহী অফিসার কাবেরী  জালাল বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেন্দুয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। প্রত্যেকটা মন্ডপে সরকারি বিধি মোতাবেক পূজা সম্পন্ন হওয়ার  জন্য নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলার যেন কোনো অবনতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে পুলিশ ও আনসার বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে একটি টিম সকল পূজা মন্ডপ পরিদর্শন করবেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫