মৌলভীবাজার প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টার’ স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেন। ১৬ অক্টোবর সোমবার সকালে শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
একই সাথে তিনি চতুর্থ পর্যায়ে দেশের ৭টি বিভাগের ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টার উদ্বোধন ঘোষনা করেন। এর মধ্যে মৌলভীবাজার জেলার ৪ টি আই সেন্টার রয়েছে। এ সময় উপকারভোগী ২ জন প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, ডিআইজি শাফিউর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পুলিশ সুপার মো. মনজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনসহ সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available