ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের রসুলপুর জলমহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মৎসজীবি ও স্থানীয় বাসিন্দারা। ১৬ অক্টোবর সকাল ১১ টায় ভৈরব উপজেলা পরিষদের সামনে রসুলপুর গ্রামের মৎস্যজীবী ও গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নিবন্ধিত জেলেসহ প্রায় শতাধিক স্থানীয় মৎসজীবিরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রসুলপুর গ্রামের একটি স্বার্থান্বেষী মহল ‘যুগান্তর মৎসজীবি সমবায় সমিতি’ নাম দিয়ে জলমহালটি ৬ বছরের জন্য ইজারা নেয়। এ সংগঠনের সভাপতি আব্দুল আজিজ খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা ইজারা নেয়ার পর থেকে স্থানীয় শতাধিক জেলেকে জলমহালে মাছ ধরতে বাধা দিয়ে আসছে। অভিযোগ আছে অনেক জেলেকে মারধরের। তাই এ ইজারা বাতিল করে জেলেদের জন্য জলমহালটি উন্মুক্ত করে দেয়ার দাবি জানান অসহায় ও দরিদ্র জেলেরা।
প্রতিকার চেয়ে ৮১ জন জেলের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available