কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
১৬ অক্টোবর সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার কাহারোল বাজার ও দশমাইল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় কাহারোল বাজারে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার জন্য আলুর আড়ৎ জাহাঙ্গীর ট্রেডার্সকে সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারা মোতাবেক ৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য মিজানুর স্টোরকে আইনের ৩৮ ধারা মোতাবেক ৩ হাজার টাকা ও দশমাইল বাজারে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার জন্য হিমাদ্রি সুইট্সকে আইনের ৪৩ ধারা মোতাবেক ৫ হাজার টাকা, সর্বমোট ১৩০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুশফিকুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলামসহ কাহারোল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available