রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। ১৫ অক্টোবর রোববার দিবাগত রাতে দৌলতদিয়া ১নং ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
১৬ অক্টোবর সোমবার সন্ধায় নৌ পুলিশের এসপি আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার দিবাগত রাতে দৌলতদিয়া ১নং ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরে প্লাস্টিকের ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী একটি ঘরে কতিপয় কয়েকজন ব্যাক্তি দেশি অস্ত্ৰ সন্ত্রে সজ্জিত হইয়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ফেরিতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের এসপি আশিক সাঈদের দিকনির্দেশনায় দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ জে এম সিরাজুল কবিরের তত্ত্বাবধায়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশীয় অস্ত্রসহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মানিকগঞ্জ জেলার সদর থানার বরাই পুর্বপাড়া ২নং ওয়ার্ডের মোঃ কালু মিয়ার ছেলে মো. মাসুদ মামুন মিয়া (৫০), গোয়ালন্দ উপজেলার সোহরাব মেম্বার পাড়া গ্রামের মো. ভানু মোল্লার ছেলে মো. আকবর মোল্লা (৪৮), দৌলতদিয়া ৩নং ফেরিঘাটের শাহাদাত মেম্বার পাড়া গ্রামের মৃত উকিল মোল্লার ছেলে ওসমান মোল্লা (৫১) ও একই গ্রামের মৃত্যু ছদন কাজির ছেলে মোঃ মাহাবুব কাজী ওরফে মাদার কাজী (৫৪)।
এসময় ১টি ছুরি ও ১টি দা (ছেনী) উদ্ধার করা হয়। পরে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের এসপি আশিক সাঈদ জানান, নৌপুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই চক্রের ১০ থেকে ১২ জন সদস্য দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরিতে ডাকাতি করে আসছিলো। আমরা অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। এদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available