টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে দুর্যোগ প্রতিরোধে করণীয় শীর্ষক ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হেল ভেটাস বাংলাদেশের অর্থায়নে এনজিও সংস্থা উত্তরণের বাস্তবায়নে দুর্যোগ প্রতিরোধ প্রশমন সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, যুব সমাজের প্রতিনিধি, মহিলা সদস্য, শিক্ষক, রোহিঙ্গা কমিউনিটির মাঝি, গ্রাম পুলিশ ও সিপিপি সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে টেকনাফের লেদা ও জাদিমুড়া এলাকায় পৃথকভাবে ঐ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের টেকনাফের ইনচার্জ মুকুট, হেল ভেটাস বাংলাদেশের টেকনাফ উপজেলা কর্মকর্তা আশিকুর রহমান, উত্তোরণ সংস্থার প্রজেক্ট ম্যানেজার মো. হাছিবুর রহমান, কাজী মো. সোহরাব হোসাইন, টেকনাফ উপজেলা আইসিটি কর্মকর্তা রমজান আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আনোয়ার হোসাইন, সিপিপি টিম লিডার মো. জিয়াউর হোসাইন কাউছার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, প্রশিক্ষক অভিনাশ দাসহ আরও অনেকেই।
প্রশিক্ষণে বক্তারা বলেন, প্রতিবছর প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে প্রতিনিয়ত মানুষ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। প্রাথমিকভাবে উত্তরণের উপায় হিসেবে আমাদের করণীয় বিষয়ক প্রশিক্ষণগুলো আজকে দেয়া হয়েছে। আশা করি আপনারা সকলে নিজ নিজ বাড়িতেও সমাজে প্রশিক্ষণ প্রাপ্ত জ্ঞান বাস্তবায়ন করার চেষ্টা করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available