• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৫:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উজিরপুর মডেল থানায় মতবিনিময় সভা

১৭ অক্টোবর ২০২৩ রাত ০৮:৫০:৫২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উজিরপুর মডেল থানায় মতবিনিময় সভা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর মডেল থানার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় মডেল থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) মো. ফরহাদ সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন ব্যাপারি।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, বিএন খাঁন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অশোক কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, গুঠিয়া ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদার, বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম হাওলাদার, মন্দির কমিটির সভাপতি রনজিত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ।

সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এটি সুন্দরভাবে পালন করতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। এসময় তিনি পুলিশের পাশাপাশি আনসার বাহিনী, স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫