• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪১:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪১:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী লালন উৎসব

১৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৫৮:০২

কুষ্টিয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী লালন উৎসব

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী লালন উৎসব। মরমী সাধক ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে লালন মাজারকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। ছেঁউড়িয়ায় কালি নদীর পারে বসা এ লালন মেলায় বাউল দর্শণের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ রয়েছে আরও নানা আয়োজন। সংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৩ দিনব্যাপী চলছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুব উল-আলম হানিফ।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়ি মানেই যেন সুর সাধনার এক অন্য পৃথিবী। দূর-দূরান্ত থেকে ফকির সাধকদের আগমন বার্তা শোনা যায় আখড়াবাড়ির আঙিনায় গেলেই। মাজারের ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর, বাইরে লালন মঞ্চে চলবে আলোচনা সভা। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ছাড়াও ছেঁউড়িয়ার লালন আঁখড়া এখন সাধু ভক্তদের আড্ডায় মুখরিত। এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন এই গ্রামীণ মেলার স্টলে। কুষ্টিয়ার পুলিশ সুপার আব্দুর রকিব জানান, প্রতি বছরই সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন মেলায় অংশ নেয় সারা দেশ থেকে আসা হাজারো মানুষ।

তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা বলেন, ‘ফকির লালন সাঁইজীর তিরোধান দিবস উপলক্ষে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করে প্রতিবারের মতো মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। বিগত দিনে আমরা যেভাবে এই মরমী সাধককে স্মরণ করেছি এবারও সেভাবে স্মরণ করা হয়েছে।

লালন শাহ মাজারের খাদেম মোহাম্মদ আলী শাহ বলেন, দুর দুরান্ত থেকে ভক্তরা প্রতি বছর গুরুভক্তির টানে ছুটে আসেন সাঁইজীর তীর্থধামে। মাঝরাতে অধিবাস কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে ৩ দিন চলবে লালন উৎসবের আয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০