নীলফামারী প্রতিনিধি: শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৮ অক্টোবর বুধবার উপজেলা পরিষদের আয়োজনেিএসব কর্মসূচি পালন করা হয়।
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৮টায় সৈয়দপুর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলাম, উপজেলা প্রকোশলী এমএম আলী রেজা রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোসাঃ নুরবানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর সভাপতি রফিকুল ইসলাম বাবুসহ উপজেলার সকল দফতরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সৈয়দপুরে বিকেলে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available