• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

১৯ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:২১:২১

গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। ১৮ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া গ্রামের মৃত মাছেম মোল্লার ছেলে চাচা নুরু মোল্লা (৫৬) ও ডা. আনোয়ার মোল্লার ছেলে ভাতিজা শামীম (২৫)।

পুলিশ ও আত্মীয় সুত্রে জানা যায়, বাড়ির পাশে ধানের ক্ষেতের আইলে ছিলো বিদ্যুতের খুঁটি। সেখানে হালকা ডোবাতে জমে থাকা পানিতে ছিঁড়ে পড়ে বৈদ্যুতিক তার। চাচা নুরু মোল্লা আগেই থেকেই বাঁশের আড়া তৈরি করে পাটকাঠি শুকাতে দিয়েছিলো। বিকালে চাচা নুরু মোল্লা যখন পাটকাঠি আনতে যায়, গিয়ে দেখে পাটকাঠির একটি আঁটি পানিতে পড়ে আছে। ওই পানিতে পড়ে থাকা পাটকাঠির আটিটি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় চাচা নুরু মোল্লা। এ ঘটনা দূর থেকে দেখে ভাতিজা শামীম। পরে দৌড়ে চাচাকে বাঁচাতে গিয়ে ভাতিজা শামীমও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, এ বিষয়ে একটি অপমৃত মামলা হয়েছে। তবে তদন্ত চলছে, নতুন কিছু বেরিয়ে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫