নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ৭টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ৭টি সেতুসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নির্মিত ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্মিত আট জেলায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়ির ফিটনেস পরীক্ষা কেন্দ্র (ভিআইসি) ও ময়মনসিংহে সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভার্চুয়ালি উদ্ধোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি, জেলা তথ্য কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
উদ্বোধন করা সেতুগুলো হলো, ভুলতা-আড়াইহাজার-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কে ১০.১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২১ মিটার দৈর্ঘ্যের আনন্দবাজার সেতু, ৭.৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৭.৯২ মিটার দৈর্ঘ্যের আড়াইহাজার সেতু, ২৫.৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৪৯.৮৫৬ মিটার দৈর্ঘ্যের রামচন্দ্রী সেতু, ভাষা সৈনিক নাগিনা জোহা সড়কে ৩.৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৩.৫০ মিটার দৈর্ঘ্যের মাঝিপাড়া সেতু, ৪.১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৯.৬৪ মিটার দৈর্ঘ্যের বারিপাড়া সেতু, ৪.০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৯.৬৪ মিটার দৈর্ঘ্যের মঙ্গলপাড়া সেতু ও ৩.৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৩.৫০ মিটার দৈর্ঘ্যের সোনামিয়া মার্কেট সেতু।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available