রংপুর ব্যুরো: প্রতিবেশী রাষ্ট্র কোমর ব্যাকা করায় বাংলাদেশের অবস্থা এখন নাজুক। পেঁয়াজ আমদানিতে ভারত ট্যাক্স বৃদ্ধি করায় বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রংপুর নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পেঁয়াজ সংকটের কারণে আমদানি করা হতো প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে। বর্তমান আমদানিতে ভারত ৬০ শতাংশ ট্যাক্স বৃদ্ধি করার কারণে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। দেশের যে সকল অঞ্চলে পেঁয়াজ হয় সে সকল জায়গায় পেঁয়াজের ইমপোর্ট বন্ধ করে দেওয়ার কারণে ২০ শতাংশ টান পড়েছে দেশে। সে কারণেই গ্রামের হাট বাজারগুলোতে দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, রবি মৌসুমের নয়া ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্যপণ্যের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই। আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। পেঁয়াজ আমদানিতে ভারত ট্যাক্স বৃদ্ধি করায় গোটা দেশে বেড়েছে এখন পেঁয়াজের দাম। এছাড়া আমদানি কমে যাওয়ায় কিছু খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের সুপরিকল্পনা রয়েছে, মন্ত্রণালয়ের চেষ্টাও আছে। এরপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার। আগামী বছরের শুরুতেই সব সংকট কেটে গিয়ে স্বাভাবিক হবে নিত্যপণ্যের বাজার।
খাদ্যপণ্যের অস্থিরতার বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও রোজায় কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বমন্দার অর্থনীতিতে কম বেশি সব দেশেই প্রভাব পড়েছে। সে দিক থেকে বাংলাদেশর অবস্থা একটু নাজুক হলেও আগামী নির্বাচনের পর বাজার নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালানোর কথাও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available