রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এবছর ১৬২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ২০ অক্টোবর শুক্রবার থেকে ৫ দিনব্যাপী শুরু হয়েছে দুর্গোৎসব। ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের (একাংশ) সভাপতি শৈবাল চক্রবর্ত্তী বলেন, পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় ইতোমধ্যে সকল মণ্ডপে সরকারি অনুদান দেয়া হয়েছে। পূজা নির্বিঘ্ন করতে পূজা পরিষদ সংশ্লিষ্টদের সহযোগিতা করবে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামীমা আকতার বলেন, অধিক গুরুত্বপূর্ন মণ্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজা মন্ডপে ৬ জন করে আনসার সার্বক্ষণিক থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে দুইজন করে নারী আনসার আছেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, পূজামণ্ডপে চার স্তরের নিরাপত্তা থাকবে। মণ্ডপে আনসারের পাশাপাশি ১০টি মণ্ডপে একজন পুলিশ কর্মকর্তাসহ ভ্রাম্যমাণ পুলিশ টিম সার্বক্ষণিক টহলে থাকবে। এছাড়া সাদা পোশাকেও থাকবে পুলিশ। পূজামণ্ডপকে দুটি ভাগে ভাগ করে তদারকি করবে পুলিশের আলাদা টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, পূজা চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া পূজা মণ্ডপে মানসিক ভারসাম্যহীন কোনও ব্যক্তি প্রবেশ করে দুর্গাপূজার পরিবেশ যাতে নষ্ট করতে না পারে সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করে নির্দেশনা দেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available