• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৭:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিরাজগঞ্জে নাসরিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

২০ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৫৭:৫২

সিরাজগঞ্জে নাসরিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর সুমাইয়া খাতুন নাসরিন (১৯) নামের এক নারী হত্যা মামলার প্রধান আসামি রোমান আহমেদ নোমানকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২। 

১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেফতার রোমান আহমেদ সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ ইউপির পূর্ব মোহনপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় র‌্যাব-১২ ও র‌্যাব-৪-এর একটি যৌথ অভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, এর আগে গত ৬ অক্টোবর বিকালে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সুমাইয়া খাতুন নাসরিনকে রোমান আহমেদসহ ৩ থেকে ৪ জন আকাশের বাড়িতে নিয়ে যায়। পরদিন নোমান তার বন্ধুদের সহযোগিতায় সুমাইয়া খাতুন নাসরিনকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। এরপর মর্গের সামনে মরদেহ ফেলে রেখে রোমান সুমাইয়ার বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে আত্মহত্যা করেছে বলে সংবাদ জানিয়ে পালিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫