সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে আনন্দ নিকেতন মডেল স্কুলের ২০২২ সালের বাংলাদেশ কিন্ডারগার্ডেন এডুকেশন বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৮ অক্টোবর বুধবার স্কুল চত্বরে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কাজী ওবায়দুল হক। স্কুলের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৯২ জন ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা পত্র ও বৃত্তির অর্থ প্রদান করা হয়। এ সময় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় শ্রেণির ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ফারাবী রহমান সাআদ বলেন, আমি ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় আমাকে সার্টিফিকেট দেয়া হয়েছে। এতে আমি খুবই খুশি।
প্রধান অতিথি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা বিহীন কোন জাতি উন্নতির শীর্ষ আসনে অধিষ্ঠিত হতে পারে না। তাই শিক্ষার প্রয়োজন আছে। তাইতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি, উপবৃত্তি চালু করেছেন। ফ্রিতে বছরের প্রথমেই বই দিচ্ছেন। যাতে করে সবাই পড়াশোনা করতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available