কুমিল্লা প্রতিনিধি: প্রতিবন্ধী ভিক্ষুক তাহমিনা সুলতানা রানী। তার বাড়ি কুমিল্লার দেবীদ্বারের ধামতী এলাকায়। আর পাঁচজনের মতো সুস্থ ও স্বাভাবিক মানুষই ছিলেন, কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি এখন প্রতিবন্ধী। বাড়ি ধামতী এলাকায় হলেও এখন তার বসবাস উপজেলা সদরে।
নিঃসন্তান ও স্বামী পরিত্যক্তা তাহমিনা জীবন চালাতে গিয়ে অন্যকোন কর্ম না পেয়ে গত ৪-৫ মাস ধরে উপজেলা সদরে এসে ভিক্ষা করছেন। দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের আশেপাশের এলাকায় ষ্ট্রেচারে ভর করে হেঁটে ভিক্ষা করেন তিনি। ভিক্ষা করার ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই পত্রিকা পড়েন, জানার চেষ্টা করেন দেশ-বিদেশের নানান খবর।
ভিক্ষুক হয়েও পত্রিকা পড়ার অভ্যাস দেখে আগ্রহ নিয়ে জানতে চাইলে তাহমিনা জানান, তিনি ১৯৯৮ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হন। পারিবারিক অর্থনৈতিক দৈন্যদশার কারণে আর লেখাপড়া করা সম্ভব হয়নি। স্বামী পরিত্যক্তা এবং নিঃসন্তান তাহমিনার খেয়ে-পরে বাঁচার কোনো অবলম্বন নেই। তাই বাধ্য হয়েই ভিক্ষা করছেন। ভিক্ষা করে দিনে ২০০-৩০০ টাকা পান। তা দিয়ে কোনো রকমে চলে যায়। বর্তমানে শরীরের অবস্থা ভালো না। এভাবে আর কতদিন চলতে পারবেন তারও নিশ্চয়তা নেই। তাই, তিনি একটি কাজ চান, সরকারি-বেসরকারি যেকোনো কাজ হলেই করবেন।
তাহমিনা বলেন, কাজ পাই না। কাজ পাইলে করব। কেউ যদি একটা কাজ পেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে কৃতজ্ঞ থাকবো।
তাকে পেতে হলে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হলে তাকে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের আশেপাশে খুঁজলেই পাওয়া যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available