• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

২০ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৪৯:১৮

পীরগাছায় প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ৪ হাজার ৭৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। পীরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ।

পীরগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে সরিষা বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে সার দেয়া হয়। মোট ৪ হাজার ৭৭০ জন কৃষকের মধ্যে ৮৮০ জনকে গম, ১ হাজার ৯০ জনকে ভূট্টা, ২ হাজার ৫৩০ জনকে সরিষা, ৮০ জনকে সূর্যমুখী বীজ, ৯০ জনকে চিনাবাদাম ও ১০০ জনকে শীতকালীন পেঁয়াজের বীজ দেয়া হয়।  

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে এসব ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের বিভিন্ন ফসলের বীজ ও সার দেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫