• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

২১ অক্টোবর ২০২৩ সকাল ০৮:২৭:০২

কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন সংবাদকর্মীরা।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার আয়োজনে ১৯ অক্টোবর কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় আয়োজিত মানব বন্ধনে ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মো. লুৎফুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাব স্টাফ রিপোর্টার সাদিক মামুন, একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুছা।

বক্তারা বলেন, গত ১৮ অক্টোবর নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর সংবাদ সংগ্রহের সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ও দালালদের হাতে যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও ভিডিও জার্নালিস্ট কামরুল হাসানকে লাঞ্ছিত করা হয়েছে। অবলিম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন তারা। তারা আরও বলেন, সাংবাদিকরা সত্যের অনুসন্ধানী, সংবাদ সংগ্রহে ও সত্য প্রকাশে সকলের সহযোগিতা প্রয়োজন।

এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান তিন দিনের মধ্যে এই ঘটনা সুষ্ঠু সমাধানের জন্য আল্টিমেটাম দেন।

পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী মোবাইল ফোনে সাংবাদিকদের সাথে এহেন ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫