স্টাফ রিপোর্টার, নেত্রকোনা: নেত্রকোনা পূর্বধলা উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক উস্কানি, বিশৃঙ্খলা সৃষ্টি ও যেকোন ধরনের নাশকতা রোধে মণ্ডপগুলোতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি কাজ করবে আওয়ামী লীগের কর্মীরা।
জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ খানের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মণ্ডপে দুজন করে নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়া হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে কাজ করবে এ নিরাপত্তা কর্মীরা।
১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে খলিশাউড় ইউনিয়নের খানপাড়া গ্রামে অবস্থিত তুহিন আহাম্মদ খানের নিজ বাড়িতে এ উপলক্ষে দুদিনব্যাপী প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উপজেলার ১১টি ইউনিয়নের ৬৭টি পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি বাড়তি নিরাপত্তায় আওয়ামী লীগের দেড় শতাধিক দলীয় কর্মী সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এ কার্যক্রম বাস্তবায়নে শুক্রবার বিকেলে খলিশাউড় খানপাড়ায় বিশেষ আলোচনা ও প্রত্যেক কর্মীর দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
সেখানে সিদ্ধান্ত হয়, যেকোন ধরনের দুর্ঘটনা এড়াতে এ সেচ্ছাসেবক টিম কাজ করবে। নাশকতা বা বিশৃঙ্খলা দেখা দিলে সাথে সাথে পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে অবগত করে দুর্ঘটনা প্রতিরোধে কাজ করবে তারা।
এ ব্যাপারে তুহিন আহাম্মদ খান বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করতে বিরোধী দলের কর্মীরা মণ্ডপগুলোতে নাশকতা করতে পারে। এর আগেও পূজায় নাশকতা চালানোর চেষ্টা করা হয়েছিল। তাই বিশেষ নিরাপত্তার স্বার্থে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের কর্মীরা মণ্ডপে মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান পাঠান, যুবলীগ নেতা মো. লিটন মিয়া, ফারুক আহমেদ সবুজ, নাদেরুজ্জামান স্বপন, হুমায়ুন কবির তুহিন, রেজাউল ইসলাম রুমন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available