রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু থেকে অপহৃত নুরুল আজিম নামের এক ভিকটিমকে চট্টগ্রামের লোগাগাড়া থেকে উদ্ধার করেছে র্যাব-১৫।
১৯ অক্টোবর বৃহস্পতিবার দেড়টার দিকে চট্টগ্রামের লোহাগড়া থানাধীন আধুনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার ভিকটিম রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইন্দা খোন্দকার পাড়া এলাকার মাহবুবু আলমের ছেলে। ২০ অক্টোবর শুক্রবার রাতে র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিমের ভাই দেলোয়ার হোসেন র্যাব-১৫ বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, নুরুল আজিম গত ১৭ অক্টোবর সকাল ১১টার সময় ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এবং অপহরণের শিকার হয়।
র্যাব বিজ্ঞপ্তিতে আরও জানায়, অপহৃত ভিকটিম বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। একপর্যায়ে ঘটনার দিন রাত সাড়ে ৩টার দিকে ভিকটিমের মোবাইল নম্বর থেকে অভিযোগকারীর বোনের নম্বরে কল দিয়ে অপহরণকারীরা পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এমনকি মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও প্রদান করে।
তারই প্রেক্ষিতে ১৯ অক্টোবর র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে আধুনগর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
উদ্ধারের পর নুরুল আজিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available