খাগড়াছড়ি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমী পালিত হচ্ছে। বিভিন্ন মণ্ডপে পালন করা হচ্ছে সপ্তমীর নানা আচার অনুষ্ঠান। ২১ অক্টোবর শনিবার মহাসপ্তমী। শাস্ত্রমতে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা হয়েছে। অশুভ শক্তিকে শোধনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সপ্তমী তিথি।
সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে, পাড়া-মহল্লায় বইছে উৎসবের আমেজ। সকালে চক্ষুদানের মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে ত্রিণয়নী দেবীর প্রতিমায়। দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ অনুষ্ঠিত হয়েছে।
তিথির সায়ংকালে অনুষ্ঠিত হয়েছে দেবীর সপ্তমী বিহিত পূজা। এদিন ৯টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে দেবীর পূজা করা হয়। এছাড়া দিনব্যাপী চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শণ, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলছে।
দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। উপোষ রেখে মায়ের পায়ে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে দিনের শুরু করেন তারা। মায়ের কাছে ভক্তদের প্রার্থনা যুদ্ধ, বিগ্রহ, হানাহানিমুক্ত একটি শান্তির পৃথিবী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available