বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১৬১টি পূজামন্ডপে উৎসবমুখর পরিবেশে ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুক্রবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এ বছর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন সুমন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মইনুল ইসলাম জানাযন পূজার ৫ দিনই প্রতিটি মণ্ডপে আনসার সদস্য ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও পুলিশের সার্বক্ষণিক টহল থাকছে।
বেশকিছু পূজা মন্ডপে গিয়ে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে বীরগঞ্জের বিভিন্ন মণ্ডপে।
আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসব।
বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায় বলেন, একটি পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নে এবছর ১৬১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।
বীরগঞ্জ পৌরসভার নতুনপাড়া সর্বজনীন শারদীয় দুর্গোৎসব মন্দিরের পরিহিত তপন চক্রবর্ত্তী বলেন, দেবী দুর্গার আগমনে বিশ্বের কল্যাণ সাধিত হবে। দেবীদুর্গা এবার ঘটকে (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে ধরায় আসছেন। পূজা শেষে কৈলাশে ফিরেও যাবেন ঘোড়ায় চড়ে। ধরাধাম (পৃথিবী) যার ফলে জগতে মড়ক ব্যাধি এবং প্রাণহানির মতো ঘটনা বাড়বে ।
শহরের দৈনিক বাজার কেন্দ্রীয় পূজামণ্ডপ কমিটির সভাপতি রতন কুমার সাহা রেন্টু বলেন, মন্ডপে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মণ্ডপে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এ বছর স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি। তারা রাতে পাহারা দিচ্ছে এবং রীতিমতো সহায়তা করছে আনসার সদস্য ও মোতায়েনকৃত পুলিশ সদস্যদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available