মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় লাঠি খেলা। গাংনী উপজেলার বামন্দী ভিটাপাড়ায় লাঠিয়াল সরদার আ. হান্নানের আহ্বানে এ খেলার আয়োজন করেন বামুন্দি তরুণ সংঘ লাঠিয়াল বাহিনী।
এ সময় ঢোলের তালে আর কাশির টুং টাং শব্দে মুখরিত হয়েছে চারিদিক। নেচে নেচে লাঠি খেলার বিভিন্ন রকম কৌশল দেখিয়েছেন একের পর এক লাঠিয়াল বাহিনী। বৃহত্তর কুষ্টিয়া মেহেরপুরের সুপরিচিত ৫টি দল খেলায় অংশগ্রহণ করে। খেলার বাড়তি আকর্ষণ ছিলেন নারী লাঠিয়ালরা। লাঠিয়াল বাহিনীর নারী সদস্যদের অংশগ্রহণ খেলার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
২১ অক্টোবর শনিবার বিকেল থেকেই জনতার ঢল নামে বামন্দী ভিটাপাড়ার একটি বাঁশ বাগানে। লাঠিয়াল সরদার আ. হান্নানের আমন্ত্রণে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ভিটাপাড়ার ওই বাঁশ বাগানে এ খেলা অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলার জনপ্রিয় এই লাঠি খেলা উপভোগ করতে ভিড় করে আশে পাশের কয়েক গ্রামের মানুষ। নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ বাদ পড়েনি কেউ। খেলা দেখতে অনেকেই ঝুঁকি নিয়ে উঠে পড়েন উচু বাঁশে।
খেলা দেখতে আসা দর্শকরা জানান, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করে তারা অভিভূত।
সর্দার আ. হান্না জানান, বর্তমান প্রেক্ষাপটে আত্ম রক্ষার জন্য লাঠি খেলায় নারীদের অংশগ্রহণ খুব জরুরি। তাছাড়া এই খেলার মাধ্যমে সকলের আত্মবিশ্বাস বাড়বে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ লাঠি খেলাকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বামন্দী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available