মানিকগঞ্জ প্রতিনিধি: ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ শ্লোগানকে সামনে রেখে এবারের নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২২ অক্টোবর রোববার সকাল ১০টায় গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি গোলড়া হাইওয়ে থানা থেকে শুরু হয়ে ঢাকা আরিচা সড়কের গোলড়া বাজার প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। এতে হাইওয়ে পুলিশের সদস্য এবং বিভিন্ন পরিবহন চালকরা অংশগ্রহণ করেন। এ সময় র্যালি থেকে ঢাকা আরিচা সড়কে চলাচলরত চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
র্যালি শেষে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সড়কে দুর্ঘটনা রোধকল্পে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের পাশাপাশি মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও এর সাথে সংশ্লিষ্ট সকলের এ সংক্রান্ত আইন ও বিধি-নিষেধ জানা ও সেগুলো মেনে চলতে হবে। তাহলেই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির ধামরাই উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ধানকোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান, মানিকগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. মাহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর ধামরাই উপজেলার সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কমিউনিটি পুলিশিং ফোরামের গোলড়া শাখার সভাপতি ফারুক হোসেনসহ বিভিন্ন পরিবহনের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available