• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৮:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৮:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

২২ অক্টোবর ২০২৩ দুপুর ০২:২৫:১৬

ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠিত হওয়া ‘পাশে আছি আমরা’ সংগঠনের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির অভিষেক ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের লেকচার থিয়েটার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। সম্মানীত অতিথি ছিলেন মাউশির সাবেক মহাপরিচালক ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন।

‘পাশে আছি আমরা’ সংগঠনের সভাপতি প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদা নাজমীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এস.আর.এম ওসমান গনি সজীব ও আলেয়া জাহান তৃপ্তি।

সংগঠনের অভিষেক অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট কাযনির্বাহী কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানান ‘পাশে আছি আমরা’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ফাহিমা খাতুন ও স্থানীয় সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এই গুনী দম্পতি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ভাষা ও অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শারমিন সুলতানা।

উল্লেখ্য, ‘পাশে আছি আমরা’ সংগঠনটি ২০২০ সালের করোনাকালীন সময়ে প্রফেসর ফাহিমা খাতুনের ব্যাক্তিগত উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় স্বনামধন্য মানুষ গড়ার কারিগরদের নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫