• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক

২২ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:০৯:৫৪

ফরিদপুরে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কাতার প্রবাসীর বাড়ীতে সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনায় ১ নারীসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ অক্টোবর রোববার বেলা ১২ টায় জেলা পুলিশ সুপারের কার্জালেয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গত ২৭ সেপ্টেম্বর শহরের তাম্বুলখানা এলাকায় রাত পৌনে দুটার দিকে কাতার প্রবাসী চাঁন মিয়ার বাড়িতে ৭ জন ডাকাত বাসার গ্রিল কেটে পবেশ করে। ডাকাতরা বাড়ীর সকলকে জিম্মি করে কানের দুল, চুড়ি, চেইন, আংটিসহ বেশ কিছু স্বর্ণালঙ্কার, মোবাইল সেট এবং নগদ অর্থসহ প্রায় ৮ লক্ষ টাকা লুট করে নেয়। পুলিম তদন্তে ও প্রযুক্তির মাধ্যমে আসামীদের চিহ্নিত করা হয়। এ ঘটনায় গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের গোয়ালচামট ওয়ারলেস পাড়া থেকে ডাকাত দলের সদস্য স্বামী-স্ত্রী শহিদুল ইসলাম (৪০) ও মিনু আক্তার ওরফে শারমিন (৩৮) কে তাদের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেয়া তথ্য মতে সালথা উপজেলার ভাওয়াল গ্রাম থেকে আরিফ মাতুব্বর (৩০) নামের অপর ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। আসামী শহিদুল ও আরিফ সম্পর্কে শালা-দুলাভাই বলে জানা যায়।  আসামীদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি মোবাইল ফোন সেট, ভুক্তভোগীর বাড়ির সিসি ক্যামেরার ডিভিয়ার মেশিন, ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, গ্রীল কাটার, রেঞ্জ, বেনা ইত্যাদি উদ্ধার করা হয়।

ঐ কর্মকর্তা আরও জানান, আটক ব্যাক্তিরা গত ১৪ সেপ্টম্বর নগরকান্দা থানা এলাকাতেও ডাকাতি করে। তারা বাগেরহাট জেলার মোল্লার হাট, নারায়নগঞ্জ জেরার রুপগঞ্জ ও ঢাকার খিলগাও এলাকার একটি বাড়িতেও ডাকাতি করেছে। এছাড়া চক্রটি দেশের বিভিন্ন জেলাতেও ডাকাতি করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। অন্য আসামীদের ধরতে অভিযান চলছে।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকটিক মিডিয়ার সংবাদিকবৃন্দ।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনসহ আটক আসামীদের ফরিদপুর আদালতে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫