মৌলভীবাজার প্রতিনিধি: ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুল’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর রোববার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, মো. আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, বিঅরটিএ সহকারী পরিচালক মু. হাবিবুর রহমান, মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ নওসের আলী খোকন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available