নরসিংদীর প্রতিনিধি: নরসিংদী শিবপুর থেকে ৩জন পোষাকধারী ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় সময় পালিয়ে গেছে আরও ২ ভুয়া পুলিশ। ২২ অক্টোবর রোববার বিকেলে উপজেলা পৌর কলেজ গেট এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ওসি খোকন চন্দ্র সরকার।
গ্রেফতাররা হলেন, শিবপুর উপজেলার বাঘাব গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), একই এলাকার নগর গ্রামের আব্বাস আলীর ছেলে দুলাল মিয়া (৩৫) ও কামরাব গ্রামের মোসলে উদ্দিনের ছেলে স্বাধীন (৩০)। পলাতক দুজনের নাম ঠিকানা এখনও জানা যায়নি।
নরসিংদী ডিবির সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পুলিশি ছদ্মবেশে কয়েকজন চাঁদাবাজজির উদ্দেশ্যে একত্রিত হয়েছে। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবির ওসি অভিযান চালিয়ে শিবপুর কলেজগেট এলাকার দেলোয়ার মুদির দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় একটি প্রাইভেটকার পুলিশের ইউনিফর্ম পরিহিত তিনজন গ্রেফতার হলেও পালিয়ে যায় তাদের ২ সহযোগী। গ্রেফতারদের কাছ থেকে একটি পুলিশের প্রাইভেটকার, হ্যান্ডকাফ, ভুয়া পুলিশ আইডি কার্ড, পুলিশ মনোগ্রামযুক্ত কাধ ব্যাগসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার বলেন, এই ৩ জন পূর্ব থেকেই বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলো। চাঁদাবাজির উদ্দেশ্যে এরা আজকে একত্রিত হয়েছিলো। আটকদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available