• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাদুল্লাপুরের অটোবাইক চালক রাজু হত্যা মামলার আসামি গ্রেফতার

২৩ অক্টোবর ২০২৩ সকাল ০৮:১১:০৬

সাদুল্লাপুরের অটোবাইক চালক রাজু হত্যা মামলার আসামি গ্রেফতার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অটোবাইক চালক রাজু মিয়া হত্যা মামলার আসামি রাজেন্দ্র নাথকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

২১ অক্টোবর শনিবার দিনগত গভীর রাতে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ার গ্রামের বাড়ি থেকে রাজেন্দ্র নাথকে গ্রেফতার করা হয়।

আসামি রাজেন্দ্র নাথ ওই গ্রামের বিশ্বনাথ বিশু ও রিনা বালার দম্পতির ছেলে।

হত্যার শিকার রাজু মিয়া দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় (চান্দের বাজার) গ্রামের শফিউল ইসলাম ভুন্দুর ছেলে।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সকালের দিকে অটোবাইক নিয়ে রাজু মিয়া বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় তার বড় ভাই আজিজার রহমান মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পায়।

পরদিন ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার  কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের ডা. নাজিবুদ্দিনের বাড়ির পেছনে রেল লাইনের পাশে গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেখানে গিয়ে রাজু মিয়ার পরিবারের লোকজন রাজুকে শনাক্ত করেন।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এরই মধ্যে অন্যান্য আসামিরা গ্রেফতারের পর তারা আদালতের মাধ্যমে জামিনে আসে। তবে পলাতক ছিলেন আসামি রাজেন্দ্র নাথ। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

এই মামলার তদন্তকারী এসআই তারিকুল ইসলাম টুটুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে আসামি রাজেন্দ্র নাথকে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫