পাথরঘাটার (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় মো. হাসিবুল ইসলাম (১৩) অপহরণ হওয়ার ২দিন পর পাথরঘাটা থানা পুলিশ ও বরগুনা জেলা ডিবির যৌথ অভিযানে ড্রাম ভর্তি অবস্থায় মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২২ অক্টোবর রোববার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটার কুবধন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসিবুল পাথরঘাটা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গহরপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। সে পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র ছিলো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে তার বাবার চায়ের দোকান থেকে বাসায় ফেরার পথে সে অপহৃত হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পাথরঘাটা থানায় অবহিত করা হয় এবং একটি সাধারণ ডায়েরি করা হয়।
পরে পাথরঘাটা থানা পুলিশ ও বরগুনা জেলা ডিবি তথ্য প্রযুক্তির সহায়তায় ঘাতক আব্দুল্লাহ আল নোমানকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পাথরঘাটার কুবধন এলাকার জঙ্গল থেকে ড্রাম ভর্তি অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
ঘাতক আব্দুল্লাহ আল নোমান বলেন, সে ও তার বন্ধু সুমন মিলে হাসিবকে অপহরণ করে। পাথরঘাটায় একটি বাসায় বসে তাকে হত্যা করা হয়। হত্যার পরে তার শ্যালকের সহায়তায় অটো গাড়িতে করে মরদেহ ফেলে আসে। ঘাতক আব্দুল্লাহ আল নোমান একই এলাকার ক্বারী মহিবুল্লার ছেলে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার জানান, ঘাতক আব্দুল্লাহ আল নোমানকে আটক করে পাথরঘাটা থানা হেফাজতে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত হাসিবুলের মৃত্যুর ধরণ শনাক্তকরণের জন্য ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available