দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের টানা ১১ দিনের অভিযানে ৫৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সেইসঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে মো. সাইদুল মৃধাকে (৫০) ১ মাস জেল ও মো. মাইনুল ইসলামকে (১৬) ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জব্দ করা কারেন্ট জালগুলোর বর্তমান বাজার মূল্য ১৪ লক্ষ টাকা। এগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
জানা যায়, পাতাবুনিয়া ফেরি ঘাট এলাকার পায়রা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাইন জাল ফেলে অবৈধভাবে ইলিশ ধরার সময় মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলামের নেতৃত্বে দুমকী থানা পুলিশের সহায়তায় তাদের নৌকা ও জালসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।
দুমকী উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর সকাল পর্যন্ত ১১ দিনের অভিযানে উপজেলার পায়রা, বাহের চর,পাতাবুনিয়া, কদম তলা, পাঙ্গিঘাটা নদীতে একটানা বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নামায় ৫৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ইলিশের প্রজনন মৌসুমে প্রশাসনের বিশেষ অভিযান আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।
তিনি বলেন, নির্বাহী মেজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের টিমের পাশাপাশি সার্বক্ষণিক পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available