রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঠবাহী জীপ (চাঁদের গাড়ী) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. হেলাল উদ্দিন (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বান্দরবান জেলার সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এ ঘটনায় মো. নুরুন্নবী নামে অপর এক আরোহী গুরুতর আহত রয়েছে। ২৩ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইউপি সদস্য হেলাল রাজার হাট বাজার থেকে মোটর সাইকেল চালিয়ে সরফভাটায় আসছিলেন। পদুয়ার নারিশ্চা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি জীপের (চাঁদের গাড়ি) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেল চালক হেলাল ও আরোহী নুরুন্নবী গুরুতর আহত হয়েছে। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করে ও নুরুন্নবীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া রহমান গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হেলালের মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর আহত হওয়ায় নুরুন্নবীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) আবুল ফরাজ জুয়েল বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available