জ. ই বুলবুল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হামিদা বেগমের একটি কিডনি বিকলসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তার চিকিৎসার জন্য অবশেষে এগিয়ে এলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক।
মঙ্গলবার রাতে দাপ্তরিক সকল কাজ শেষে অসহায় হামিদার চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও তার উন্নত চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তার পরিবারের বেহাল দশা দেখে এক মাসের খাদ্য সামগ্রী এবং হামিদা বেগমের চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম হামিদা বেগম নামে এক ভদ্র মহিলা প্রচন্ড অসুস্থতা হয়ে বিছানায় শয্যাশায়ী। উনার একটি পা কেটে ফেলা হয়েছে এবং একটি কিডনি নষ্ট হয়ে গেছে। খোঁজখবর নিয়ে জানতে পেলাম, তার পরিবারের সকলে মানবেতর জীবনযাপন করছেন। তাই হামিদা বেগমের জন্য একটি হুইল চেয়ার, তার পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ কিছু অর্থ প্রদান করা হলো। পাশাপাশি তার উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available