গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে চাঁদাবাজিকে কেন্দ্র করে সহোদর ২ ভাইকে হত্যার অভিযোগে অভিযুক্ত আব্দুল আওয়ালকে আটক করেছে র্যাব-১। সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১ এর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার ইয়াসির আরাফাত হোসেন।
এ সময় তিনি বলেন, গত ২০ অক্টোবর সন্ধায় গাজীপুর মহানগরের সদর থানার বাঙ্গালগাছ বাঁশবাজার ৩ রাস্তা মোড় এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে দুই সহোদর শফিকুল ইসলাম ও শুক্কুর আলীর উপর হামলা চালায়। হামলাকারিরা তাদের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত দুজনের পিতা আবুল কাশেম বাদী হয়ে জিএমপি সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে হত্যা মামলা দায়ের করেন। তার ধারাবাহিকতায় ২৪ অক্টোবর মধ্যরাতে র্যব-১ স্পোশালাইজ কোম্পানির একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত পলাতক আসামি আব্দুল আউয়ালকে গাজীপুর মহানগরের শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানা এলাকার একটি বেকারীর সামনে থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ১১৯০ টাকা উদ্ধার জব্দ করা হয়।
অভিযুক্ত অন্য আসামিদের আটকে অভিযান র্যাবের অভিযান অব্যাহত আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available